প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদ নির্বাচন ২০২২-২০২৩ এর মনোনয়ন ফরম বিক্রয় শুরু

প্রকাশিত: ৪:১৫ অপরাহ্ণ, আগস্ট ৫, ২০২২

প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদ নির্বাচন ২০২২-২০২৩ এর মনোনয়ন ফরম বিক্রয় শুরু

আলিফ আরিফা হক গাজীপুর প্রতিনিধিঃ
গাজীপুর প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদ নির্বাচন ২০২২-২০২৩ এর মনোনয়ন ফরম বিক্রয় শুরু হয়েছে।
নির্বাচনী তফসিল অনুযায়ী শুক্রবার (০৫ আগস্ট) সকাল ১০টা থেকে শুরু হয় মনোনয়ন পত্র বিক্রয় কার্যক্রম। বিকেল ৩টা পর্যন্ত বিভিন্ন পদের বিপরীতে ২০টি মনোনয়নপত্র ক্রয় করেন আগ্রহী প্রার্থীগণ।

নির্বাচন কমিশনার মোঃ হোসেন খাঁন এ বিষয়টি নিশ্চিত করেছেন।

অপর নির্বাচন কমিশনার মোবারক হোসেন জানান, গাজীপুর প্রেসক্লাবের গঠনতন্ত্র ও ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়ন ফরম বিক্রির প্রথমদিন ৫ আগস্ট ১৭টি পদের জন্য ২০টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে। এর মধ্যে সাংগঠনিক সম্পাদক পদে ২টি, নির্বাহী সদস্য পদে ৯টি এবং অন্যান্য পদের বিপরীতে একজন করে প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

গাজীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাহিম সরকার জানান, এ নির্বাচনের ভোটগ্রহণ আগামী ১৮ আগস্ট সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিরতিহীনভাবে অনুষ্ঠিত হবে। মোট ভোটার সংখ্যা ৫৯ জন। আশা করছি, সকল সদস্য স্বতস্ফুর্তভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest