জয়পুরহাটে মাদক মামলায় একজনের মৃত্যুদণ্ডের আদেশ

প্রকাশিত: ৫:১৪ অপরাহ্ণ, আগস্ট ১০, ২০২২

জয়পুরহাটে মাদক মামলায় একজনের মৃত্যুদণ্ডের আদেশ

আবু রায়হান, জয়পুরহাটঃ
জয়পুরহাটে মাদক মামলায় মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

বুধবার (১০ আগস্ট) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোঃ গোলাম সারোয়ার এই রায় দেন।

এ রায়ের সত্যতা নিশ্চিত করেছেন, জয়পুরহাট জেলা আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) এ্যাড. নৃপেন্দ্রনাথ মন্ডল ।

দণ্ডপ্রাপ্ত নাজমুল হোসাইন (২৬) নওগাঁ জেলার বদলগাছী উপজেলার চাঁপাডাল গ্রামের ইউসুফ আলী মন্ডলের ছেলে।

মামলার বিবরণ সূত্রে জানা গেছে, ২০২১ সালের ১৯ জানুয়ারি আক্কেলপুর উপজেলার রুকিন্দীপুর ইউনিয়নের গঙ্গাপ্রসাদ এলাকায় এক ব্যক্তি মাদকসহ অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের একটি অপারেশনাল দল
সেখানে পৌঁছামাত্র নাজমুল দৌড়ে পালানোর চেষ্টা করলে তাকে আটক করে শরীর তল্লাশি করে জাকেটের পকেট থেকে ৫৪ দশমিক ৭০ গ্রাম হেরোইন জব্দ করা হয়। পরে তার বিরুদ্ধে জয়পুরহাট র‌্যাব-৫ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) শাহীনুর রহমান আক্কেলপুর থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে ওই দিনই তাকে থানায় হস্তান্তর করে।

পরবর্তীতে নাজমুল আদালত থেকে জামিন নিয়ে পলাতক থাকলে চলতি বছরের ২৪ জুলাই আক্কেলপুর উপজেলার জামালগঞ্জ বাজার থেকে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ তাকে গ্রেপ্তার করে।

আদালত ১৩ কার্যদিবসে শুনানি শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় বুধবার (১০ আগষ্ট) আদালতের বিচারক অভিযুক্তকে মৃত্যুদণ্ড ও একইসঙ্গে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেন।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest