নীলফামারীতে জাতীয় যুব দিবসে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ১১:৪৯ পূর্বাহ্ণ, নভেম্বর ১, ২০১৯

নীলফামারীতে জাতীয় যুব দিবসে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

খাদেমুল মোরসালিন শাকীর,নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা যুব উন্নয়ন দপ্তর ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে শুক্রবার সকালে একটি বর্ণাঢ্য র‍্যালী বের করা হয়। র‍্যালীটি উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ হল রুমে এক আলোচনা সভায় মিলিত হয়।

স্বেচ্ছাসেবী সংগঠন শ্রম কল্যাণ যুব পাঠাগারের যুগ্ম- সাধারণ সম্পাদক জামিয়ার রহমান লায়নের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন,উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের আহবায়ক শাহ্ মোঃ আবুল কালাম বারী পাইলট। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বেলায়েত হোসেন,উপজেলা সহকারী যুব উন্নয়ন অফিসার নজরুল ইসলাম ও শ্রম কল্যাণ যুব পাঠাগারের প্রধান উদ্যোক্তা ও শ্রম কল্যাণ ডিজিটাল স্কুলের প্রধান শিক্ষক এম আর রিগ্যান প্রমূখ। সভাশেষে তিনজন যুবকের মাঝে ১লাখ ৯০হাজার টাকার ঋণের চেক বিতরণ করেন অতিথিরা।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest