ক্ষমতার অপব্যবহার করেছে মোদি সরকার: ভারতের সুপ্রিম কোর্ট

প্রকাশিত: ১০:০৬ অপরাহ্ণ, জানুয়ারি ১০, ২০২০

ক্ষমতার অপব্যবহার করেছে মোদি সরকার: ভারতের সুপ্রিম কোর্ট
মোহাম্মদ মাহমুদুল হাসান আলোকিত সময় ডেস্কঃ মোদি সরকার জম্মু ও কাশ্মীরসহ দেশের বিভিন্ন জায়গায় ১৪৪ ধারা প্রয়োগের মাধ্যমে ‘ক্ষমতার অপব্যবহার’ করেছে বলে মন্তব্য করেছেন ভারতের সুপ্রিম কোর্ট। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। আজ (১০ জানুয়ারি) জম্মু ও কাশ্মীরের নিষেধাজ্ঞা বিষয়ক এক মামলার রায় প্রদানের সময় এমন মন্তব্য করেছেন ভারতের সর্বোচ্চ আদালত। জম্মু ও কাশ্মীর প্রশাসনকে এক সপ্তাহের মধ্যে নিষেধাজ্ঞা জারির বিষয়টি পুনর্বিবেচনার এবং ১৪৪ ধারা ও অন্যান্য বিধিনিষেধ সংক্রান্ত আদেশের তালিকা প্রকাশ করার নির্দেশ দিয়েছেন আদালত। আদালত বলেছেন, “গণতান্ত্রিক অধিকার প্রতিরোধে বা মতপার্থক্য দমন করতে ১৪৪ ধারাকে অস্ত্র হিসেবে ব্যবহার করা যাবে না। সংবিধান সবসময় ভিন্ন দৃষ্টিভঙ্গির প্রকাশকে স্বাগত জানায়। কিন্তু, দিনের পর দিন ১৪৪ ধারা জারি রাখা মেনে নেওয়া যায় না।”

alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest