ঢাকা ১২ ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ২৭ অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:২৯ অপরাহ্ণ, নভেম্বর ১, ২০১৯
দিনাজপুর থেকে সিদ্দিক হোসেন ॥ “দক্ষ যুব গড়ছে দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শুক্রবার সকাল ১০টায় দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন দপ্তরের আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন উপলক্ষে সাবেক সংসদ সদস্য ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলামের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালী উপজেলা পরিষদ চত্বর থেকে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা বটমুল প্রাঙ্গণে নবাগত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ রমিজ আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাবেক সংসদ সদস্য ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোছাঃ আয়েশা আক্তার বৃষ্টি, প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ মহিববুর রহমান, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোঃ নাজিম উদ্দিন সহ আরো অনেকে। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ রাজিউর রহমান। এসময় উপস্থিত ছিলেন, সাংবাদিক সিদ্দিক হোসেন, মোঃ তোফাজ্জল হোসেন সহ উপজেলার ১১টি ইউনিয়ন ও ১টি পৌরসভার যুব সংগঠনের নেতৃবৃন্দ। আলোচনা শেষে সনদপত্র ও চেক বিতরণ করেন।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST