গাইবান্ধায় বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের সহযোগিতার নামে টাকা নিয়ে প্রতারণা

প্রকাশিত: ৭:৩৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১০, ২০২২

গাইবান্ধায় বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের সহযোগিতার নামে টাকা নিয়ে প্রতারণা

নিজস্ব প্রতিবেদক: গাইবান্ধার শিক্ষার্থীদের গড়ে তোলা একটি স্বেচ্ছাসেবী সংগঠনের টাকা আত্মসাত ও প্রতারণার অভিযোগ উঠেছে হারুন নামে এক ব্যক্তির বিরুদ্ধে।

জানা যায়, শিক্ষার্থীদের আয়োজনে একটি অনুষ্ঠানে স্পন্সর ম্যানেজের কথা বলে এ বছরের মার্চ মাসে প্রায় আড়াই লাখ টাকা নেন ওই অভিযুক্ত ব্যক্তি হারুন। উক্ত টাকার বিপরীতে পাঁচ লক্ষ টাকার একটি ভুয়া চেক প্রদান করেন তিনি।কিন্তু পরবর্তীতে অভিযুক্ত হারুন সেই সহযোগিতা আর করেন নি। শিক্ষার্থীরা উক্ত টাকা ফেরত চাইলে দীর্ঘ ৬ মাসে দফায় দফায় তারিখ দিয়ে সময় চাইলেও এখন পর্যন্ত কোন টাকা ফেরত দেন নি তিনি।

ভুক্তভোগী স্বেচ্ছাসেবী সংগঠনের নাম প্রকাশে অনিচ্ছুক এক নেতা বলেন, শিক্ষার্থীদের টাকা নিয়ে এমন তালবাহানা মেনে নেয়ার মত নয়। বারবার টাকা দেবার কথা বলে তিনি সময় নিয়েছেন কিন্তু এখন পর্যন্ত টাকা ফেরত দেননি। আমরা অতিশীঘ্রই তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest