রাজশাহীতে শিশুদের ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন শুরু হয়েছে

প্রকাশিত: ১১:৫৮ পূর্বাহ্ণ, জানুয়ারি ১১, ২০২০

রাজশাহীতে শিশুদের ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন শুরু হয়েছে

ওমর ফারুক, রাজশাহী ব্যুরো : রাজশাহী মহানগর ও জেলার নয়টি উপজেলায় একযোগে শিশুদের ভিটামিন এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো ক্যাম্পেইন শুরু হয়েছে। শনিবার সকাল আটটা থেকে একযোগে এ কার্যক্রম শুরু হয়। ৬ থেকে ১১ মাস বয়সী প্রতিটি শিশুকে একটি নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল ও ১২

১২ থেকে ৫৯ মাস বয়সি সকল শিশুকে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। এ বার রাজশাহী জেলার নয়টি উপজেলার ২ লাখ ৮৮ হাজার ৬২০ জন শিশুকে ভিটামিন এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হচ্ছে ও রাজশাহী মহানগর এলাকায় প্রায় ৬২ হাজার শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হচ্ছে।

শনিবার বিকেল চারটা পর্যন্ত একযোগে এ কার্যক্রম চলবে। জেলা সিভিল সার্জন কার্যালয়ে তথ্য আদান-প্রদানের জন্য দুজন অফিসার সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন। তাদের থেকে যেকোন তথ্য জানা এবং দেয়া যাবে।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest