হাতীবান্ধায় বিভিন্ন স্থানে শিশুদের ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন শুরু হয়েছে

প্রকাশিত: ১২:৫১ অপরাহ্ণ, জানুয়ারি ১১, ২০২০

হাতীবান্ধায় বিভিন্ন স্থানে শিশুদের ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন শুরু হয়েছে

পরিমল চন্দ্র বসুনিয়া (হাতীবান্ধা উপজেলা) প্রতিনিধি: লালমনিরহাট হাতীবান্ধা উপজেলার বিভিন্ন স্থানে ১১জানুয়ারী(শনিবার) শিশুদের ভিটামিন-এ প্লাস ক্যাপসুল খাওয়ানো শুরু হয়েছে। হাতীবান্ধা উপজেলার আফছার উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ভিটামিন-এ ক্যাম্পেইন শুরু করেছেন। ক্যাপসুল খাওয়ার নিয়ম জানতে চাইলে,একজন কর্মী আলোকিত সময়কে বলেন,এই ক্যাপসুল কিছু নিয়ম মেনে খাওয়াতে হয়।তিনি বলেন ৬-১১ মাস বয়স শিশুদের একটি করে নীল রঙের ভিটামিন-এ ক্যাপসুল এবং যাদের ১২-৫৯ মাস বয়সের শিশুদের লাল রঙের ভিটামিন-এ ক্যাপসুল খাওয়াতে হয়।তিনি আরো বলেন,এই ভিটামিন-এ ক্যাপসুল একটি পুষ্টিকর জিনিস,এটা রাতকানা রোগসহ বিভিন্ন রোগ প্রতিরোধ করে।তাই শিশুদের সুস্থ ও তাদের সকল ধরনের শারীরিক চাহিদা এবং শারীরিক গঠনসহ ভালো করে বেড়ে ওঠে এর জন্য প্রতিটি শিশুদের এই ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো খুবই গুরুত্বপূর্ণ।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest