ঢাকা ২১ জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:২৪ অপরাহ্ণ, জানুয়ারি ১১, ২০২০
মোঃ লুৎফর রহমান হাকিমপুর (দিনাজপুর )প্রতিনিধি : সারাদেশের ন্যায় দিনাজপুরের হাকিমপুরে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বাংলাদেশ শীর্ষক অনুষ্ঠানের অংশ হিসেবে র্যালী ও আলোচনা সভাসহ নানা ধরনের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অর্থমন্ত্রনালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের উদ্যোগে আজ শনিবার সকাল সাড়ে ১১টায় হাকিমপুর উপজেলা পরিষদ চত্বর হতে একটি বর্নাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি হিলি স্থলবন্দরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে আবারও একই স্থানে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদ চত্বরের উন্মুক্ত মঞ্চে বঙ্গবন্ধুর উন্নয়ন শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুর রাফিউল আলমের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান হারুন উর রশীদ হারুন, ভাইসচেয়ারম্যান শাহিনুর রেজা শাহীন, পৌরমেয়র জামিল হোসেন চলন্ত, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সোহরাব হোসেনসহ বিভিন্ন সরকারী কর্মকর্তা ও দলীয় নেতারা। এছাড়াও প্রজেক্টরের মাধ্যমে তথ্যচিত্র প্রদর্শন, শিশু কিশোরদের চিত্রাংকন প্রতিযোগীতা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ ঢাকার কেন্দ্রিয় আয়োজন বড়পর্দায় প্রদর্শনসহ দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়েছে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST