ঢাকা ৬ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২১ কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৩০ অপরাহ্ণ, জানুয়ারি ১১, ২০২০
দুমকি (পটুয়াখালী) প্রতিনিধিঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ‘মুজিববর্ষ’ উপলক্ষে দুমকিতে বর্ণাঢ্য র্যালী, আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে উৎসব পালিত হয়েছে। শনিবার উপজেলা পরিষদের আয়োজনে সকাল ১০টায় একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ইউএনও শঙ্কর কুমার বিশ্বাসের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান হারুন অর রশীদ হাওলাদার। বিশেষ অতিথি বক্তব্য দেন ভাইস-চেয়ারম্যান এড. এইচ.এম মাসুদ আল মামুন, মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস ফরিদা ইয়াসমিন, দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো: মনিরুজ্জামান, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আবদুল লতিফ মিয়া, উপজেলা আ’লীগের সভাপতি আবুল কালাম আজাদ, দুমকি একে মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আলমগীর হোসেন প্রমুখ। উপজেলা পরিষদ চত্বরে কাউন্ট ডাউন ঘড়ির উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান হারুন অর রশীদ হাওলাদার।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST