বাংলাবান্ধা স্থলবন্দরে কালীপূজা উপলক্ষে দুই দিন আমদানি রফতানি বন্ধ

প্রকাশিত: ৩:৩৬ অপরাহ্ণ, অক্টোবর ২৪, ২০২২

বাংলাবান্ধা স্থলবন্দরে কালীপূজা উপলক্ষে দুই দিন  আমদানি রফতানি বন্ধ

জুলহাস উদ্দীন তেঁতুলিয়া উপজেলা প্রতিনিধি :

সনাতন ধর্মাবলম্বীদের কালী পূজা উপলক্ষে দেশের একমাত্র চতুদেশীয় বন্দর (বাংলাদেশ, ভারত,নেপাল ও ভূটান)তেঁতুলিয়া বাংলাবান্ধা স্থলবন্দরে সব ধরনের আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রাখা হয়েছে।

সোমবার (২৪অক্টোবর) সকাল থেকে আমদানি-রপ্তানীর কার্যক্রম বন্ধ রয়েছে। তবে ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে যাত্রীপারাপার স্বাভাবিক থাকবে।সোমবার সকালে বাংলাবান্ধা আমদানি রফতানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক কুদরত ই খুদা মিলন জানান, কালীপূজা উদযাপন উপলক্ষে ফুলবাড়ি এক্সপোর্টার এন্ড ইম্পোর্টার ওয়েলফেয়ার এসোসিয়েশন ও ফুলবাড়ি ২ বর্ডার লোকাল ট্রাক অনার্স ওয়েলফেয়ার চিঠি দিয়ে জানালে দু’দেশের সমন্বয় সিদ্ধান্ত অনুযায়ী বন্দরের দুইদিন আমদানি-রপ্তানী কার্যক্রম বন্ধ থাকবে। বুধবার সকাল থেকে বন্দরের আমদানি-রপ্তানী কার্যক্রম সচল হবে।

বন্দর সংশ্লিষ্টরা জানান, আমদানি-রপ্তানী বন্ধ থাকলেও কাস্টমস ও বন্দরে কার্যক্রম অব্যাহত থাকবে। বাংলাবান্ধা ইমিগ্রেশন অফিসার ইনচার্জ নজরুল ইসলাম বলেন, কালীপূজায় দুইদিন স্থলবন্দরের আমদানি-রপ্তানী কার্যক্রম বন্ধ থাকলেও ইমিগ্রেশনে লোক পারাপার স্বাভাবিক থাকবে।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest