মির্জাগঞ্জে জন্মশত বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে ক্ষনগণনা উৎসব পালিত

প্রকাশিত: ৭:১৫ অপরাহ্ণ, জানুয়ারি ১১, ২০২০

মির্জাগঞ্জে জন্মশত বার্ষিকী উদযাপন  উপলক্ষ্যে ক্ষনগণনা উৎসব পালিত

কামরুজ্জামান বাঁধন,বিশেষ প্রতিনিধিঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে তথ্য মন্ত্রনালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের উদ্যোগে ও মির্জাগঞ্জ উপজেলা প্রশাসনের সহযোগীতায় বর্ণাঢ্য র‌্যালী,আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে ক্ষনগণনা উৎসব পালিত হয়েছে। এ উপলক্ষ্যে শনিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মো. সরোয়ার হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান খাঁন মো. আবু বকর সিদ্দিকী। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাজী সাইফুদ্দীন ওয়ালীদের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো.আবদুস সালাম। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মো.আবদুল বারেক সিকদার,উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো.আরাফাত হোসেন ও মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)এম.আর শওকত আনোয়ার ইসলাম প্রমূখ।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest