লালপুরে বণিক সমিতির সভাপতিকে গ্রেফতার করাই এলাকাবাসীর মানববন্ধন

প্রকাশিত: ৬:০৩ অপরাহ্ণ, নভেম্বর ২৯, ২০২২

লালপুরে বণিক সমিতির সভাপতিকে গ্রেফতার করাই এলাকাবাসীর মানববন্ধন

এস ইসলাম, নাটোর জেলা প্রতিনিধি।

নাটোরের লালপুরে রঘুনাথপুর বাজার বণিক সমিতির সভাপতি এবং সার্জেন্ট( অব:)আব্দুল মান্নান এর বিরুদ্ধে মিথ্যা মামলা ও গ্রেফতার প্রতিবাদে মানববন্ধন করেছে ওই সমিতির সদস্যরা সহ স্থানীয়রা। আজ সোমবার বিকেলে উপজেলার রঘুনাথপুর বাজারে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন, বণিক সমিতির সাধারণ সম্পাদক ও স্থানীয় ইউপি সদস্য শাহীনুল ইসলাম,আব্দুল মান্নান সার্জেন্ট (অব:)এর সহধর্মিণী রওশনারা বেগম সহ আবুল কালাম আজাদ বাবু প্রমুখ। এসময় বক্তারা বলেন,বাজারে মিঠুনকে চাকু সহ আটক করে মারধরের ঘটনায় তাঁর বাবা বাদি হয়ে বণিক সমিতির সভাপতি আব্দুল মান্নান সহ ৮ জনের বিরুদ্ধে নাটোর আদালতে মামলা করেন। এঘটনায় ২৬ নভেম্বর বিকেলে রঘুনাথপুর বাজার থেকে পুলিশ আব্দুল মান্নানকে গ্রেফতার করে নিয়ে যায়। বক্তারা আরো বলেন,অবিলম্বে বণিক সমিতির সভাপতি আব্দুল মান্নান সহ অন্যান্যদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার সহ বণিক সমিতির সভাপতির মুক্তির দাবি করেন।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest