বগুড়ার শেরপুরের ভবানীপুরে বাক প্রতিবন্ধী রাসেল হারিয়ে গেছে, থানায় জিডি

প্রকাশিত: ৫:৪৩ অপরাহ্ণ, ডিসেম্বর ২১, ২০২২

বগুড়ার শেরপুরের ভবানীপুরে বাক প্রতিবন্ধী রাসেল হারিয়ে গেছে, থানায় জিডি

স্টাফ রিপোর্ট ; বগুড়ার শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়ন এর দীর্ঘাই গ্রামের নজরুল ইসলাম এর ছেলে বাক প্রতিবন্ধী মোঃ রাসেল ১৫ কে খুজে পাওয়া যাচ্ছে না মর্মে শেরপুর
থানায় একটি জিডি করা হয়েছে। তার পরনে ছিল লুংগি ও ফুল হাতার সোয়েটার, গায়ের রং ফর্সা, মাথার চুল ছোট।

জিডি সুত্রে ও স্থানীয় মেম্বর তোফায়েল আহমেদ মন্টু জানান, গত ১৮ ডিসেম্বর সকালে বাবার সাথে গরু নিয়ে মাঠে যাবার উদ্যেশে বের হয়। বাবা ইসারায় ছেলেকে বাড়ি যাবার কথা বলে গরু নিয়ে মাঠে গেলেও ছেলে রাসেল আর বাড়িতে যায়নি। পথ ভুলে কোনো অজানার উদ্দেশ্যে গেছে বলে মনে করছেন অনেকেই। কোনো ব্যাকতি এই ছেলের সন্ধান পেলে নিম্নের মোবাইল নম্বর এ জানিয়ে দেবার জন্য বিশেষ ভাবে অনুরোধ করেছেন ৭ নং ভবানীপুর ইউনিয়ন এর মেম্বর তোফায়েল আহমেদ মন্টু। খোঁজ পেলে তার ০১৭২৯৬৫৯৬৭০ এই নম্বরে যোগাযোগ করতে আহবান করেছেন।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest