জনসমর্থন ছাড়া কোন যুদ্ধই টিকতে পারে না, দিনাজপুরের ঘোড়াঘাটে সেনাপ্রধান।

প্রকাশিত: ৩:২৬ অপরাহ্ণ, ডিসেম্বর ২৭, ২০২২

জনসমর্থন ছাড়া কোন যুদ্ধই টিকতে পারে না, দিনাজপুরের ঘোড়াঘাটে সেনাপ্রধান।

মো.লুৎফর হিলি (দিনাজপুর)
বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ বলেছেন, জনসমর্থন ছাড়া কোন যুদ্ধই টিকতে পারে না,ঘনবসতি হবার কারনে শীতকাল প্রশিক্ষন করা কঠিন হচ্ছে বলেও জানান তিনি। প্রধানমন্ত্রী নির্দেশনায় বাংলাদেশ সেনাবাহিনী হবে জনগণের বাহিনী। সুখে-দুঃখে সব সময়ে দেশের মানুষের পাশে থেকে যেকোনো প্রয়োজনে সর্বোচ্চ আত্মত্যাগ করতে সর্বদা প্রস্তুত রয়েছে সেনাবাহিনী।

আজ মঙ্গলবার (২৭ই ডিসেম্বর) দুপুরে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় সেনাবাহিনীর শীতকালীন অনুশীলন পরিদর্শন শেষে ডুগডুগিহাট ডিগ্রি কলেজ মাঠে শীতবস্ত্র অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। সেনা প্রধান আরও বলেন,সেনাবাহিনীর আধুনিকায়নের মাননীয় প্রধানমন্ত্রী নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। উন্নত দেশ থেকে আনা যুদ্ধ ক্ষেত্রে ব্যবহার করার অস্ত্র গুলো পরীক্ষার জন্যই শীতকালীন প্রশিক্ষণের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বগুড়া-১১ পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডার মেজর জেনারেল খালেদ আল মামুনসহ সেনাবাহিনীর ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এসময় ১ হাজার ৮শ জনকে শীতবস্ত্র বিতরণ করা হয়। এদিকে সেনাবাহিনীর শীত বস্ত্র পেয়ে খুশি স্থানীয়রা।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest