মোঃ জহিরুল ইসলাম সবুজ, আগৈলঝাড়া প্রতিনিধিঃ বরিশালের আগৈলঝাড়ায় আট সন্তানের জননী বিধবা কে ধর্ষনের অভিযোগে ১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। আগৈলঝাড়া থানা অফিসার ইন চার্জ মো. আফজাল হোসেন জানান, গত শুক্রবার (১০জানুয়ারি) রাতে প্রতিদিনের খাবার খেয়ে আট সন্তানের জননী বিধবা ওই নারী নিজের ঘরে একা ঘুমাচ্ছিলেন। রাত একটার দিকে উপজেলার বাগধা ইউনিয়নের চাঁদত্রিশিরা গ্রামের মো. সেলিম মিয়ার ছেলে দুই সন্তানের জনক ভ্যান চালক মো. এনামুল মিয়া (৩৫) কৌশলে ওই বিধবার ঘরের দরজা খুলে বিধবাকে (৫৫) জোর করে ধর্ষণ করে। এঘটনায় ধর্ষিতা বাদী হয়ে এনামুলকে আসামী করে শনিবার রাতে থানায় মামলা দায়ের করেন, নং ৩(১১.১.২০২০)। মামলার তদন্তকারী কর্মকর্তা ওসি (তদন্ত) মো. নকিব আকরাম জানান, মামলা দায়েরের পরে ওই রাতেই অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে ধর্ষক এনামুল মিয়াকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত এনামুলকে রবিবার সকালে আদালতে ও ধর্ষিতাকে ডাক্তারী পরীক্ষার জন্য বরিশাল শেবাচিম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।