আজ ১৩ জানুয়ারী হিলি ট্রেন ট্রাজেডি দিবস

প্রকাশিত: ১২:০৪ অপরাহ্ণ, জানুয়ারি ১৩, ২০২৩

আজ ১৩ জানুয়ারী হিলি ট্রেন ট্রাজেডি দিবস

মো.লুৎফর রহমান,হিলি(দিনাজপুর)
আজ ১৩ই জানুয়ারী দিনাজপুরের হিলি ট্রেন ট্রাজেডি দিবস পালিত হয়। ১৯৯৫ সালের (১৩ই জানুয়ারী) আজকের এই দিনে রাত সাড়ে ৯ টার দিকে হিলি রেলষ্টেশনে দাঁড়িয়ে থাকা গোয়ালন্দ থেকে ছেড়ে আসা পার্বতীপুরগামী লোকাল ট্রেনের সাথে বিপরিত দিক সৈয়দপুর থেকে ছেড়ে আসা খুলনাগামী আন্তঃনগর সীমান্ত এক্সপ্রেস ট্রেনের মুখ-মুখি সংঘর্ষ হয়। সংষর্ষে লোকাল ট্রেন ও আন্তঃনগর সীমান্ত এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ ৩ টি বগী দুমড়ে মুচড়ে যায়।

সরকারী হিসেব মতে এসময় ২৭জন ট্রেন যাত্রী প্রাণ হারায় এবং শতাধিক যাত্রী আহত হয় এবং অনেকেই পঙ্গুত্ব বরণ করে।

কর্তব্যরত ষ্টেশন মাষ্টার ও পয়েষ্টসম্যান এর দায়িত্ব অবহেলার কারনে ঘটে যাওয়া এই মর্মান্তিক ট্রেন দূর্ঘটনায় নিহতদের স্বরণে স্থানীয় রেলওয়ে একাতা ক্লাবের উদ্দোগে দিনটিকে প্রতি বছর হিলি ট্রেন ট্রাজিডি দিসব হিসেবে পালন করে আসছে।

রেলওয়ে একতা ক্লাবের সদস্য আনোয়ার হোসেন বলেন, দিসবটি উপলক্ষ্যে স্থানীয় একাতা ক্লাবের উদ্দোগে আজ সকালে কালো ব্যাচ ধারণ এবং ট্রেন দুর্ঘটনা এড়াতে ট্রেনে ব্যনার লাগানোসহ বিকেল ৪টায় স্টেশন চত্বরে মিলাদ মাহফিল ও দোয়া খায়েরের আয়োজন করা হয়েছে।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest