ঢাকা ২৮ মে, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৪ জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৫৩ অপরাহ্ণ, জানুয়ারি ১২, ২০২০
কামরুজ্জামান বাঁধন,বিশেষ প্রতিনিধিঃ বরগুনার পাথরঘাটা উপজেলার কাকচিড়া বাজারের ‘রায়হানপুর মেডিকেল সার্ভিসেস এন্ড কনসালটেশন সেন্টার’ এ অভিযান চালিয়ে মোঃ শওকত হোসেন (৩৮) নামে একজন ভূয়া ডাক্তারকে আটক করেছে র্যাব-৮। রবিবার বিকাল সাড়ে চারটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৮,সিপিসি-১,পটুয়াখালী ক্যাম্প স্কোয়াড কমান্ডার ও সিনিয়র সহকারী পুলিশ সুপার সোয়েব আহমেদ খান এর নেতৃতে পরিচালিত বিশেষ অভিযানে আটক ভ‚য়া ডাক্তার মোঃ শওকত হোসেনকে আটক করা হয়। এ সময় চেম্বার থেকে ৬টি চিকিৎসার ব্যবস্থাপত্র,১টি প্রেসার মাপার যন্ত্র,৫০০পিচ ভিজিটিং কার্ড,২টি চিকিৎসার ব্যবস্থাপত্র বই, ১টি লেজার লাইট,৬টি চিকিৎসার নির্দেশনাপত্র সিল ও ১টি স্টেতোস্কোপ মেশিন জব্দ করা হয়। বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল আইন ২০১০ এর ২৯ ধারা মোতাবেক ৫০ হাজার টাকা অর্থদন্ড সহ মোবাইল কোট মামলা নং- ৩/২০ প্রদান করেন। অভিযান পরিচালনা কালে পাথরঘাটা উপজেলা নির্বাহী অফিসার মোঃ হুমায়ুন কবির এবং পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ খালিদ মাহমুদ আরিফ উপস্থিত ছিলেন। আটক মোঃ শওকত হোসেন ঝালকাঠি জেলার রাজাপুর থানার বড়াইয়া গ্রামের বেলায়েত হোসেনের পূত্র
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST