ঢাকা ২২ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ | ৮ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৪৪ অপরাহ্ণ, জানুয়ারি ২৫, ২০২৩
মো.লুৎফর রহমান,হিলি (দিনাজপুর)
দিনাজপুরের ঘোড়াঘাটে জমিজমা নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে মনোয়ার হোসেন মিম (২৪) ও রাকিব হোসেন (২৫) নামের দুই যুবকের মৃত্যু হয়েছে।
আজ বুধবার (২৫ জানুয়ারি) সকালে উপজেলার চুনিয়াপাড়া চার মাথা মোড় নামকস্থানে এই ঘটনা ঘটে।
নিহত দুই যুবক হলেন, উপজেলার খোদাতপুর চারমাথা এলাকার হায়দার আলীর ছেলে মনোয়ার হোসেন মিম ও একই এলাকার ইসমাইল হোসেনের ছেলে রাকিব হোসেন।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হাসান কবির জানান,মনোয়ার ও রাকিবের পরিবারের সঙ্গে একই এলাকার ওমর আলীর পরিবারের মধ্যে ২৮ শতক জমি নিয়ে দীর্ঘদিন ধরে ঝামেলা চলছিল। বুধবার সকালে ওই জমিতে দুই পক্ষ ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ঘটনাস্থলে মনোয়ার মারা যায়। সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছে। আহতদের মধ্যে রাকিবকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়েছে।
এ বিষয়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছেন ওসি ।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST