আক্কেলপুরে জাকস ফাউন্ডেশন কর্তৃক কৃষক মাঠ দিবস পালিত

প্রকাশিত: ১০:১৯ অপরাহ্ণ, জানুয়ারি ৩০, ২০২৩

আক্কেলপুরে জাকস ফাউন্ডেশন কর্তৃক কৃষক মাঠ দিবস পালিত

আবু রায়হান, জয়পুরহাটঃ
জয়পুরহাটের আক্কেলপুরে জাকস ফাউন্ডেশনের আয়োজনে কৃষক মাঠ দিবস পালিত হয়েছে।

সোমবার (৩০ জানুয়ারি) বিকাল সাড়ে ৩ টায় আক্কেলপুর উপজেলার নলডাঙ্গা গ্রামে Rural Microenterprise Transformation Project (RMTP) এর “ইকোলজি বান্ধব নিরাপদ সবজি উৎপাদন ও বাজারজাত করণ” শীর্ষক উপ-প্রকল্পের আওতায় কৃষ্ণকলি নিরাপদ উচ্চ মূল্যের সবজি (ব্রকলি) উৎপাদনের উপর জাকস কর্তৃক কৃষক মাঠ দিবস আয়োজন করা হয়।

অনুষ্ঠানে, জাকসের প্রোগ্রাম উপ-পরিচালক মোঃ ওবায়দুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত বক্তব্য দেন আক্কেলপুর উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ ইমরান হোসেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন, উক্ত প্রকল্পের ভ্যালু চেইন ফ্যাসিলিটের মোঃ মেহেদুল হাসান, উপকরণ সরবরাহকারী, আড়ৎদান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা, সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তাসহ এ
প্রকল্পের সকল কর্মকর্তাগণ।

স্থানীয় কৃষক অখিল চদ্ৰ বলেন, ফেরোমোন ফাঁদ, হলুদ ফাঁদ, জৈব সার, নিম পাতার রস, মাটি পরীক্ষার মাধ্যমে অন্যান সার ব্যবহার করায় ব্রকলির জমিতে উৎপদেন ব্যয় কম হয়েছে। ১২ শতক জমিতে ২৬ হাজার টাকা- অয় করবেন বলে তিনি আশা করছেন।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest