ইবিতে আইন অনুষদের নতুন ডিনের দায়িত্ব গ্রহণ

প্রকাশিত: ৫:৩৫ অপরাহ্ণ, জানুয়ারি ১৩, ২০২০

ইবিতে আইন অনুষদের নতুন ডিনের দায়িত্ব গ্রহণ

ফারহানা নওশিন তিতলী, ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আইন অনুষদের নতুন ডিন হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন আইন বিভাগের অধ্যাপক ড. হালিমা খাতুন।

সোমবার (১৩ জানুয়ারি) বেলা ১২ টায় মীর মশাররফ হোসেন ভবনের আইন অনুষদের সেমিনার কক্ষে এ দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আইন বিভাগের অধ্যাপক ড. আরমিন খাতুন এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন-উর-রশীদ আসকারী, বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ শাহিনুর রহমান এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রক্টর অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্ম্মন, সদ্য বিদায়ী ডিন অধ্যাপক ড. রেবা মন্ডল বিভিন্ন অনুষদের ডিন এবং শিক্ষকবৃন্দ।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয় প্রশাসন গত বছরের ২৩ ডিসেম্বরে তাকে আগামী দুই বছরের জন্য আইন অনুষদের ডিন হিসেবে নিয়োগ দান করে।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest