ঢাকা ১৭ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:২০ অপরাহ্ণ, জানুয়ারি ১৩, ২০২০
ওমর ফারুক, রাজশাহী ব্যুরো : রাজশাহীর পুঠিয়ায় ২৪৭ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পবা হাইওয়ে শিবপুরহাট ফাঁড়ি পুলিশ।
সোমবার ভোর ৫ টার দিকে উপজেলার বানেশ্বর ইউনিয়নের শিবপুর হাট কলাহাটা নামক স্থানে ঢাকাগামী যাত্রীবাহী শ্যামলী পরিবহন (ঢাকা মেট্রো ব-১৪-৩৮৮৭) থেকে ফেনসিডিলসহ তাদের আটক করা হয়।
আটকরা হলেন, নামোকালিগঞ্জ এলাকার মফিজ উদ্দিনের ছেলে আবু সাইদ (৩৭) এবং তেলকুপি এলাকার রফিকুল ইসলামের ছেলে জনি (২৫) দুজনেই শিবগঞ্জ উপজেলার ।
পবা হাইওয়ে পুলিশের শিবপুরহাট ফাড়ির ইনচার্জ কাজল কুমার নন্দী জানান, সকালে উপজেলার শিবপুর কলাহাটা নামক স্থানে গোপন সংবাদের ভিত্তিতে শ্যামলী পরিবহন নামের একটি যাত্রীবাহী বাসের যাত্রীকে তল্লাশি করে বিশেষ কায়দায় রাখা ২৪৭ বোতল ফেনসিডিলসহ ২ জনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হবে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST