ঢাকা ১২ ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ২৭ অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:২২ অপরাহ্ণ, জানুয়ারি ১৪, ২০২০
মোঃ নুরনবী ইসলাম, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের খানসামায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দের সাথে উপজেলাসহ বিভিন্ন ইউনিটের ছাত্রদলের নেতাকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
১৪ জানুয়ারী মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় উপজেলার কুমড়িয়ায় উপজেলা প্যানেল ও ভাইস চেয়ারম্যান উপজেলা ছাত্রদলের সাধারন সম্পাদক জনবন্ধু এটিএম সুজাউদ্দীন লুহিন শাহ্ এর বাড়ির উঠানে দিনাজপুর জেলা ছাত্রদলের সভাপতি রেজাউর রহমান রেজার সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আবুজার সেতুর সঞ্চলনায় বক্তব্য রাখেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি আশরাফুল আলম ফকির লিংকন, যুগ্ন সাধারন সম্পাদক তবিবুর রহমান সাগর, সহ-সাধারন সম্পাদক শাহাদত হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) মনিরুজ্জামান হিজবুল প্রমুখ।
এ সময় খানসামা উপজেলা ছাত্রদলের কমিটি ও সাংগঠনিক কর্মকান্ড সম্পর্কে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের সাধারন সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান জনবন্ধু এটিএম সুজাউদ্দীন লুহিন শাহ, উপজেলা ছাত্রদল নেতা মোঃ বদরুল আলম চৌধুরী, রাসেল, জামিউল ইসলাম শাহ, মোস্তাকিম ইসলাম, আঃ রহিম, আছের আলী, ফজলু, আফসাম সহ আরো অনেকে।
শেষে উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও ভাবকি ইউনিয়ন পরিষদের তিন বারের চেয়ারম্যান মহরুম নজরুল হক শাহ এর রুহের মাগফিরাত কামনা করে কবর জিয়ারত করেন ছাত্রদলের নেতৃবৃন্দ।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST