ঢাকা ৮ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৩ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:২২ অপরাহ্ণ, জানুয়ারি ১৪, ২০২০
মোঃ হাসিম উদ্দিন আঞ্চলিক প্রতিনিধিঃ দিনাজপুরের নবাবগঞ্জ আশুড়ার বিল ও শেখ রাসেল জাতীয় উদ্যানের পাশে নির্মিত ক্রস ড্যামের বাঁধ প্রশাসনের সমানে কেটে দিয়েছে গ্রামবাসী। সোমবার গভীর রাতে কোনো এক সময় শেখ রাসেল জাতীয় উদ্যানের পাশে আশুড়ার বিলের পানি ধরে রাখার জন্য নির্মিত ক্রস ড্যামের পাশে দুই জায়গায় বাঁধ কেটে দেওয়া হয়েছে। বিলের পানি প্লাবীত হয়ে নবাবগঞ্জ শাখা করতোয়া নদীর ধারে শত শত বিঘা বোরো ধানের বীজতলা পানির নিচে তলিয়ে যায় । এমন সংবাদের ভিত্তিতে কেটে দেওয়া বাঁধটি সংস্কারের জন্য উপজেলা নির্বাহী অফিসার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আল মামুনকে সঙ্গে নিয়ে সেখানে যান। উপজেলা নির্বাহী অফিসার স্থানীয়দের সহায়তায় কেটে দেওয়া বাঁধটি মাটি ও গাছের গুড়ি দিয়ে বন্ধ করে দেওয়া হয়। তিনি বলেন, বাঁধটি সংস্কারের কিছুক্ষণের মধ্যে পার্শ্ববর্তী হরিপুর গ্রামের প্রায় হাজার খানের নারী ও পুরুষ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে ওই বাঁধটি পূনরায় কেটে দেয়। এ সময় গ্রামবাসীদের শান্ত হতে বললেও তারা কোনো কথার কর্ণপাত করেনি।
বরং তারা যাবার সয়ম সেখানে কয়েকটি বাইসাইকেল গুঁড়িয়ে দেয়। মঙ্গলবার বেলা সাড়ে এগারোটার দিকে নবাবগঞ্জ আশুড়ার বিলে এ ঘটনা ঘটে। পরে বিরামপুর ও দিনাজপুর পুলিশ লাইন্স এবং র্যাব সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হলে পরিস্থিতি শান্ত হয়। সরেজমিনে মঙ্গলবার বেলা সাড়ে ৩টায় হরিপুর বাজারে কথা হয় স্থানীয় কয়েক ব্যক্তির সঙ্গে। তারা বলেন, আশুড়ার বিলের পাশে প্রায় ১৯ হেক্টর জমিতে আমন ও ইরি ধান চাষ করা হতো। কিন্তু ক্রস ড্যাম নির্মাণের ফলে কোন ধান রোপন হয় না। ১৯৪৪ সাল থেকে গ্রামবাসী এই জমিগুলো ভোগদখল করে আসছিল। উপজেলা সহকারী কমিশনা (ভূমি) মো. আল মামুন বলেন, আশুড়ার বিলের পাশে জমিগুলো সরকারের খাস জমি। গ্রামবাসীদের দাবি ভিত্তিহীন। বিরামপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মিথুন সরকার বলেন, ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশ নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়েছি। পরিস্থিতি এড়াতে পুলিশ মোতায়েন করা হয়েছে। বিকেল সাড়ে ৪টায় স্থানীয়দের সহায়তায় ভেঙে ফেলা বাঁধটি মাটি ও গাছের গুড়ি দিয়ে বন্ধ করে দেওয়া হয়। এ ঘটনায় দিনাজপুর অতিরিক্ত জেলাপ্রশাসক আবু সালেহ মো. মাহ্ফুজুল আলম, উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST