ঢাকা ৭ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২২ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:২৬ পূর্বাহ্ণ, জানুয়ারি ১৫, ২০২০
এসএম স্বপন,বেনাপোলঃ যশোরের বেনাপোল সীমান্ত থেকে ১৮০ পিস ইয়াবাসহ মাসুদ রানা (২৯) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১৪ জানুয়ারী) রাতে বেনাপোল শরবান হুদা বাজার থেকে তাকে আটক করে বেনাপোল পোর্ট থানা পুলিশ। আটক মাসুদ বেনাপোল পোর্ট থানার কাগজপুকুর গ্রামের জিন্না মোড়লের ছেলে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, একজন মাদক ব্যবসায়ী মাদকের একটি চালান নিয়ে বেনাপোল সীমান্তের শরবান হুদা বাজারে অবস্থান করছে। এমন খবরে বেনাপোল পোর্ট থানা পুলিশের এসআই মোস্তাফিজুর রহমান সংঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাকে আটক করে। এসময় তার কাছ থাকা একটি পলিব্যাগে ১৮০ পিস ইয়াবা পাওয়া যায়। বেনাপোল পোর্ট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান জানান, আটক আসামীর নামে মামলা দিয়ে আগামীকাল তাকে যশোর আদালতে পাঠানো হবে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST