লালপুরে ৪৮ তম জাতীয় শোক দিবস পালন

প্রকাশিত: ২:৫৩ অপরাহ্ণ, আগস্ট ১৫, ২০২৩

লালপুরে ৪৮ তম জাতীয় শোক দিবস পালন

এস ইসলাম, লালপুর (নাটোর) প্রতিনিধি।

নাটোরের লালপুরে জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধুর ৪৮ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে দিনব্যাপী পৃথকভাবে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে দিবসটি পালন করেছে। এসব কর্মসূচির মধ্যে ছিলো বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, শোক র্র্যালি, যুবঋণ ও পুরস্কার বিতরণ, আলোচনা সভা ও দোয়া মাহফিল।

লালপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে

লালপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফুর সভাপতিত্বে ও আমজাদ হোসেন এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সাংসদ ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আবুল কালাম আজাদ, গোলাম মোর্তজা বাবু , লালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আবু বক্কর সিদ্দিক পলাশ, চংধুপইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রেজাউল করিম, লালপুর উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক সোলাইমান হোসেন রিপন সহ নেতৃবৃন্দ।

থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক সাংসদ শহিদ মমতাজ উদ্দিন এর সন্তান শামীম আহমেদ সাগর এর নেতৃত্বে উপস্থিতি ছিলেন এবি ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুল কালাম, সাবেক থানা ছাত্রলীগের সভাপতি গোলাম মোর্শেদ প্রমূখ।

থানা আওয়ামীলীগের সহ-সভাপতি আসম মাহামুদুল হক মুকুল এর নেতৃত্বে উপস্থিত যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম জয়, ৫ ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মোখলেছুর রহমান, মোঃ তোফাজ্জল হোসেন তোফা, নূরে আলম সিদ্দিকী, গোলাম মোস্তফা আসলাম, আনছার আলী প্রমূখ।

লালপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপস্থিত ছিলেন লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা সুলতানা, লালপুর থানা অফিসার ইনচার্জ উজ্জ্বল হোসেন, সহকারী কমিশনার ভূমি আরাফাত আমান আজিজ, মহিলা ভাইস চেয়ারম্যান লাবনী আক্তার, বীর মুক্তিযোদ্ধা নইমুদ্দিন আলী প্রমূখ।

ছাত্রলীগের নেতৃত্বে জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সৌরভ হোসেন, শিশির আহমেদ কিয়াস ও অনান্য নেতৃবৃন্দ।

লক্ষ্মণবাড়ীয়া চৌমুহনী স্কুল অ্যান্ড কলেজের উদ্যোগে প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক জামিরুল ইসলাম সহ ছাত্র ছাত্রী বৃন্দ।

লালপুর উপজেলা প্রেসক্লাব এর উদ্দোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে

প্রেসক্লাবের সভাপতি আব্দুল মোতালেব রায়হান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রভাষক মোঃ মোয়াজ্জেম হোসেনের পরিচালনায় উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি ও দৈনিক যুগান্তর প্রতিনিধি প্রভাষক মোঃ সাহীন ইসলাম, আব্দুর রশিদ মাষ্টার, সালাউদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, ফজলুর রহমান, জামরুল ইসলাম মাষ্টার, ফেরদৌস রহমান মনি, প্রভাষক আলমাচ হোসেন, আছিরুল ইসলাম, মাহবুবুর রহমান, ফারহানুর রহমান, জামিরুল ইসলাম, মেহেদী হাসান, সজিবুল ইসলাম রিদয়, শরিফুল ইসলাম শরীফ, সুবন আমিন প্রমূখ।

এছাড়াও লালপুর ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফিরোজ হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন গভর্নিং বডির সদস্য গোলাম কাওসার, খায়রুল বাশার ভাদু, তৌহিদুল ইসলাম বাঘা, প্রভাষক সামসুজোহা, বিপ্লব হোসেন, আমিনুল ইসলাম সহ শিক্ষক কর্মচারী। লালপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন কুমার,৷ ম্যানেজিং কমিটির সভাপতি, সদস্য ও শিক্ষক কর্মচারী। গোপালপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ বাবুল আকতার ও শিক্ষক কর্মচারী বৃন্দ।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest