আগৈলঝাড়া প্রতিনিধিঃ বরিশালের আগৈলঝাড়ায় শীর্ষ মাদক ব্যবসায়ীকে ইয়াবাসহ মাদক দ্রব্য অধিদপ্তরের বিশেষ অভিযানে গ্রেফতার করা হয়েছে। থানা সূত্রে জানা গেছে, উপজেলার বাকাল ইউনিয়নের পয়সারহাট বাসস্ট্যান্ডের কাছ থেকে পয়সারহাট গ্রামের আঃ রব শেখ এর ছেলে শীর্ষ মাদক ব্যবসায়ী ঝন্টু শেখকে (৩০)কে গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে ১৪২ পিস ইয়াবাসহ গ্রেফতার করেন। এ ঘটনায় মাদক দ্রব্য অধিদপ্তরের পরিদর্শক শেখ মোস্তাফিজুর রহমান বাদী হয়ে মঙ্গলবার সন্ধ্যায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করেন। যার নং-৫(১৪-০১-২০২০)। গতকাল বুধবার দুপুরে তাকে বরিশাল আদালতে প্রেরন করা হয়েছে।