ঢাকা ৮ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৩ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:১৬ অপরাহ্ণ, জানুয়ারি ১৬, ২০২০
মোঃ হাসিম উদ্দিন আঞ্চলিক প্রতিনিধি: মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক নিবন্ধিত হল স্ব্চ্ছোসেবী সংগঠন দিনাজপুর ওমেন বাইকস ওয়েলফেরার এসোসিয়েশন ।বৃহস্পতিবার সকালে দিনাজপুর শহরের ঘাসিপাড়াস্থ মহিলা বিষয়ক অধিদপ্তর কার্যালয়ে সংগঠনের সদস্যবৃন্দের হাতে নিবন্ধন সনদ তুলে দেন মহিলা বিষয়ক অধিদপ্তর দিনাজপুর জেলাশাখা উপপরিচালক মোর্শেদ আলী । এসময় উপস্থিত ছিলেন ওমেন বাইক এসোসিয়েশন এর চেয়ারম্যান লায়লা আরজুমান্দ বানু,সহ-সভ নেত্রী সেতারা বেগম,সম্পাদিকা রাবেয়া খাতুন রানু,সহ-সম্পাদিকা বাবলী আক্তার পিংকী,কোষাধক্ষ বিলকিস,সাংগঠনিক সম্পাদিকা নাসরিন,প্রচার সম্পাদিকা সুমনা শারমিন,সদস্য বনানী ও শাম্মী । সনদপ্রদানকালে মহিলা বিষয়ক অধিদপ্তর দিনাজপুর জেলাশাখা উপপরিচালক মোর্শেদ আলী খান বলেন বিভিন্ন সংগঠন সমুহকে নিবন্ধনের আওতায় এনে সহোযোগিতা করে যাচ্ছে মহিলা বিষয়ক অধিদপ্তর । তিনি সদ্য নিবন্ধনকৃত সংগঠন ওমেন বাইকস ওয়েলফেরার এসোসিয়েশন এর প্রতি আস্থা প্রকাশ করে বলেন সংগঠনটি তাদের কার্যক্রমের মাধ্যমে নারী ক্ষমতায়নে ও নারী উন্নয়নে কাজ করে যাবে ।তিনি আরো বলেন যেসকল নতুন সংগঠন নিজস্ব উদ্দেগে কাজ করে যাচ্ছে মহিলা বিষয়ক অধিদপ্তর তাদের সবসময় পাশে থাকবে । এদিকে ওমেন বাইক এসোসিয়েশনের চেয়ারম্যান লায়লা আরজুমান্দ বানু বলেন তাদের এ সংগঠনের কার্যক্রম পিছিয়ে পরা নারীকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে । তিনি বলেন নারী ক্ষমতায়নে ও নারী নির্যাতন বন্ধে কাজ করে যাবে সংগঠনটি । তাদের সংগঠনের কার্যক্রমের অংশ হিসেবে নারী মটরবাইক ড্রাইভিং প্রশিক্ষনের মাধ্যমে নারী জাগরনে ও সচেতনতা বৃদ্ধিতে কাজ করবে বলে জানান সংগঠনের চেয়ারম্যান । তিনি অরো বলেন হস্ত.কুটির শিল্প প্রশিক্ষন,সেমিনার,র্যালী,মানববন্ধন,ট্রাফিক আইন সংক্রান্ত কর্মসুচী,নারী স্পোর্টস,সুইমিং,পারলার,বুটিকস,কম্পিউটার প্রশিক্ষন,স্বাস্থ্যসেবা,শিশু/বয়স্ক শিক্ষা,এইডস ও আর্সেনিক সচেতনতা,গবাদী পশুপালন,সামাজিক বনায়ন সহ বিভিন্ন নারীকল্যানমুলক কর্মকান্ড করে যাচ্ছে সংগঠনটি । মোঃ হাসিম উদ্দিন আঞ্চলিক প্রতিনিধি দিনাজপুর ।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST