ঢাকা ২০ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৩৫ অপরাহ্ণ, জানুয়ারি ১৬, ২০২০
কামরুজ্জামান বাঁধন,বিশেষ প্রতিনিধিঃ পটুয়াখালীর মির্জাগঞ্জে প্রথমবারের মতো সরাসরি কৃষকদের কাছ থেকে চলতি আমন মৌসুমের ধান ক্রয় (সংগ্রহ)কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।বুধবার বিকালে উপজেলা খাদ্য বিভাগের উদ্যোগে ও উপজেলা কৃষি বিভাগের সহযোগিতায় সুবিদখালী খাদ্য গুদাম প্রাঙ্গনে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা সংগ্রহ ও মনিটরিং কমিটির সভাপতি মোঃ সরোয়ার হোসেন।এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো.আরাফাত হোসেন,উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ধ্রæব মন্ডল,খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি,এএসডি) মোঃ সোহাগ হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন। প্রথমদিনে কৃষক মোঃ আইউব আলীর নিকট থেকে উফশী ও ব্রিধান-২৩ জাতের ২০মণ (৮০০কেজি) ধান ক্রয়ের মধ্য দিয়ে সংগ্রহ অভিযানের উদ্বোধন করা হয়। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো.আরাফাত হোসেন বলেন,ক্রয়কৃত ধানের টাকা সংশ্লিষ্ট কৃষকের ব্যাংক একাউন্টের মাধ্যমে পরিশোধ করা হবে এবং মধ্যস্বত্বভোগী,ফড়িয়া বা দালালদের হাত থেকে ধানের বাজার রক্ষা সহ কৃষককে ধানের ন্যায্যমূল্য পাইয়ে দিতেই সরকারের পক্ষ থেকে এমন উদ্যোগ নেয়া হয়েছে। উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি,এএসডি) মো.সোহাগ মিয়া জানান,এবারই প্রথম উপজেলার কৃষকদের নিকট থেকে সরকারীভাবে সরাসরি ধান ক্রয় করা হচ্ছে।সরাসরি ধান ক্রয়ের ফলে কৃষকরা ধানের প্রকৃত মূল্য পাবেন। উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা যায়,চলতি আমন মৌসুমে মির্জাগঞ্জ উপজেলায় ১১ হাজার ১৫০ হেক্টর জমিতে আমন ধান চাষ করা হয়েছে।এর মধ্যে উফশী রয়েছে ৮০০ হেক্টর জমিতে এবং ফলনের লক্ষ্যমাত্রা রয়েছে ২২হাজার ৪’শ ৬৫ মেট্টিক টন। উপজেলার ৬টি ইউনিয়নে ১৪হাজার ৫০০জন কৃষি কার্ডধারী কৃষকের মধ্যে থেকে ১হাজার ৬’শ ৬৭জন কৃষকের নিকট থেকে প্রতি মণ ধান ১হাজার ৪০টাকা দরে ৫৯১ মেট্টিক টন ধান ক্রয় করা হবে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST