বিপিএলে প্রথমবারের মতো খুলনাকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী

প্রকাশিত: ১১:২৭ অপরাহ্ণ, জানুয়ারি ১৭, ২০২০

বিপিএলে প্রথমবারের মতো খুলনাকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী

ওমর ফারুক, রাজশাহী ব্যুরো: বঙ্গবন্ধু বিপিএল এর ফাইনাল খেলায় খুলনা কে কাঁদিয়ে প্রথমবারের মতন চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে রাজশাহী রয়েলস। ২১ রানে খুলনাকে পরাজিত করে রাজশাহী চ্যাম্পিয়ন হয়। ১৭ এপ্রিল শুক্রবার রাতে টসে হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে চার উইকেটে ১৭০ রান করে রাজশাহী। ১৫ ওভার পর্যন্ত মন্থর গতিতে রান হলেও শেষ ৫ ওভারে ৭০ রান করে রাজশাহী রয়্যালস। নেওয়াজ ও আন্দ্রে রাসেল ঝড়ো ব্যাটিংয়ে দলের রান চ্যালেঞ্জ স্কোরে করে নিয়ে যায়। পরে ব্যাট করতে নেমে খুলনা নির্ধারিত ২০ ওভারে ১৪৯ রান সংগ্রহ করে। এদিকে, রাজশাহী রয়েলস প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করায় আনন্দ উল্লাসে মেতে ওঠে রাজশাহীর সমর্থকরা। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও রাজশাহী রয়েলস কে অভিনন্দন ও স্বাগত জানান সর্মথকরা। এবারের আসরে রাজশাহী রয়েলসের অধিনায়ক বিদেশি খেলোয়ার আন্দ্রে রাসেল অন্যতম পারফর্মার ছিলেন।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest