ঢাকা ৮ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৩ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:০৫ অপরাহ্ণ, নভেম্বর ১০, ২০২৩
সাগর হোসাইন, বদলগাঁছী, নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর বদলগাছীর বিলাশবাড়ী উচ্চ বিদ্যালয়ে স্কুল ম্যানেজিং কমিটির নির্বাচনকে কেন্দ্র করে দুই গ্রুপের সমর্থকদের সাথে মারামারির ঘটনা ঘটেছে। তবে ঘটনা ঘটার সাথে দায়িত্বরত পুলিশ সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
উপজেলার বিলাশবাড়ী ইউনিয়নের বিলাশবাড়ী উচ্চ বিদ্যালয়ে নির্বাচন চলাকালিন সময়ে নির্বাচন কক্ষে বাহিরের বালট বাক্স ঢুকানোকে কেন্দ্র করে ঘটনাটির সুত্রপাত ঘটে।
এতে করে দুই গ্রুপেরই বেশ কয়েকজন আহত হয়েছেন। এলাকার সচেতন মানুষেরা এ ঘটনার নিন্দা প্রকাশ করেছেন। জানা গেছে, স্কুল ম্যানেজিং কমিটির নির্বাচনে বিলাশবাড়ী উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সদস্য পদে মোট ০৯জন (পুরুষ) প্রার্থী প্রতিদ্বন্দিতা করেন। ০৯ নভেম্বর বৃহস্পতিবার সকাল ০৯টা থেকে শুরু হয়ে বিরতিহীন ভাবে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। চারটার পর থেকে ভোট গণনা শুরু হয়। গণনার প্রায় দেড় ঘন্টা পর নির্বাচনের প্রিজাইডিং অফিসার উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শফিউল আলম ফলাফল ঘোষণা করে। এতে করে ১নং ব্যালটে মোঃ আব্দুল মজিদ ১২১ ভোট পেয়ে নির্বাচনে প্রথম, মোঃ আব্দুর রাজ্জাক ১১৯ ভোট পেয়ে দ্বিতীয়, মোঃ আলমগীর ১১২ ভোট পেয়ে তৃতীয়, মোঃ মাহবুবর রহমান ৯৯ ভোট পেয়ে চতুর্থ এবং সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্যে পদে ১১৫ ভোট পেয়ে প্রথম নির্বাচিত হয় সানজিদা আক্তার। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শফিউল আলম বলেন, ছোট খাটো ঘটনা ছাড়া সুষ্ঠু নির্বাচন হয়েছে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST