ঢাকা ২১ জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
হাসিম উদ্দিন নবাবগঞ্জ দিনাজপুর।
দিনাজপুরের নবাবগঞ্জে যথাযোগ্য মর্যাদায় হানাদার মুক্ত দিবস দিবস পালিত হয়েছে। বুধবার বেলা ১২টায় উপজেলার বীরমুক্তিযোদ্ধাদের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে দিবস উপলক্ষে এক বিজয় র্যালি বের হয়ে উপজেলা সদরের মুল সড়ক প্রদক্ষিন করে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধু ম্যুরালে এসে শেষ হয়।
পরে সেখানে বঙ্গবন্ধুর ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে আলোচনা সভা ও মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।
উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ও বীরমুক্তিযোদ্ধা দবিরুল ইসলাম, ডিপোটি কমান্ডার এখলাছুর রহমান সহ আরও অনেকেই বক্তব্য দেন।
উল্লেখ্য যে, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে আজকের দিনে উপজেলার ভাদুরিয়া নামকস্থানে পাক হানাদারদের সাথে মুক্তিযোদ্ধা ও মিত্র বাহিনীর মধ্যে তুমুল লড়াই হয়। মুক্তিযোদ্ধা ও মিত্র বাহিনীর তীব্র আক্রমণে পাক হানাদাররা বাধ্য হয়ে পিছু হটতে হটতে ঘোড়াঘাট এলাকায় পালিয়ে যায় এবং নবাবগঞ্জ উপজেলা হানাদার মুক্ত হয়। এ যুদ্ধে বহু সংখ্যক মিত্রবাহিনী ও মুক্তিযোদ্ধা শহিদ হন।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST