ঢাকা ১৬ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩ ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৫৬ অপরাহ্ণ, জানুয়ারি ১৯, ২০২০
ইসারুল,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ ১৮ জানুয়ারি নির্মাণ শ্রমিকদের দাবি দিবস উপলক্ষে নির্মাণশ্রমিকদের জন্য খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা শ্রম আইনে আলাদা অধ্যায় সহ 12 দফা দাবিতে র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার দুপুরে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন, বাংলাদেশ ইনসাব চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার উদ্যোগে শহরের কালেক্টরেট চত্বর থেকে একটি শ্রমিক র্যালি বের হয়। র্যালিটি সরকারি কলেজ মোড়স্থ মুজিব চত্বরে গিয়ে মানববন্ধন কর্মসুচিতে মিলিত হয়। প্রায় ঘন্টাব্যাপি অনুষ্ঠিত মানববন্ধন কর্মসুচিতে চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন এলাকার ইমারত শ্রমিকরা অংশ নেন। এসময় অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার প্রধান উপদেষ্টা শহীদুল হুদা অলক, কার্যকরি সভাপতি মইদুল ইসলাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মতিউর রহমান মতিন, সাবেক সভাপতি মতিউর রহমান, সহ সাংগঠনিক সম্পাদক শাহজামাল, বারঘরিয়া ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক অসিম আলী, ঘোড়াপাখিয়া শাখার সাধারণ সম্পাদক আব্দুস সালাম। সমাবেশে ইমারত শ্রমিকদের ১২ দফা দাবি বাস্তবায়নের আহবান জানানো হয়।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST