রাজশাহীতে নারীর উদ্ধার হওয়া অর্ধগলিত লাশের পরিচয় মিলেছে

প্রকাশিত: ৪:১১ অপরাহ্ণ, জানুয়ারি ১৯, ২০২০

রাজশাহীতে নারীর উদ্ধার হওয়া অর্ধগলিত লাশের পরিচয় মিলেছে

ওমর ফারুক, রাজশাহী ব্যুরো : রাজশাহী মহানগরীর শাহ মখদুম থানাধীন পবা উপজেলার পাশে অবস্থিত পশ্চিম পুর এলাকা থেকে উদ্ধার হওয়া অর্ধগলিত নারীর লাশের পরিচয় মিলেছে। ওই নারীর নাম মতিয়ারা খাতুন। তার বাড়ি রাজশাহী মহানগরীর রাজপাড়া থানা থানাধীন আলীগঞ্জ এলাকায়। তিনি ওই এলাকার আমিরুল ইসলামের মেয়ে। মতিয়ারা মানসিক ভারসাম্যহীন ছিলেন। এ তথ্য নিশ্চিত করে নগরীর শাহমখদুম থানার ওসি তদন্ত আবুল কালাম আজাদ বলেন, শনিবার দুপুরে জঙ্গলের কাছ থেকে উদ্ধার হওয়া নারীর অর্ধগলিত লাশের পরিচয় পাওয়া গেছে। তিনি নগরীর রাজপাড়া থানার আলীগঞ্জ এলাকার আমিরুল ইসলামের মেয়ে। মানসিক ভারসাম্যহীন ছিলেন। রোববার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে লাশের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এদিকে মতিয়ারার পারিবারিক সূত্র জানায়, ডিসেম্বর মাসের শেষের দিকে মতিয়ারা কাউকে কিছু না বলে বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায়। এরপর তারা নগরীর রাজপাড়া থানায় একটি সাধারণ ডায়েরি করেন। অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। উল্লেখ্য, গতকাল শনিবার দুপুরে স্থান্যীয়রা জঙ্গলের কাছে নারীর অর্ধগলিত লাশ পড়ে থাকতে দেখে শাহমখদুম থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য লাশটি রামেক হাসপাতালের মর্গে প্রেরণ করে।


মুজিব বর্ষ

Pin It on Pinterest