যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার

প্রকাশিত: ৪:১৩ অপরাহ্ণ, জানুয়ারি ১৯, ২০২০

যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার

আবুল হোসেন রাজু, কুয়াকাটা প্রতিনিধি \ পটুয়াখালীর কুয়াকাটায় অজ্ঞাত এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে মহিপুর থানা পুলিশ। রবিবার বেলা বারোটার দিকে কুয়াকাটা সৈতকের পশ্চিশ পাশের মাঝি বাড়ির পয়েন্টের সী-বিচ থেকে তার লাশ উদ্ধার করা হয়। স্থাণীয়দের সূত্রে জানা যায়, রবিবার সকালে সৈকতে উপুড় হয়ে বালির সাথে মিশে থাকা অর্ধগলিত লাশটি দেখতে পায় পর্যটকরা। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। স্থানীদের ধারনা, লাশটি সাগর থেকে সৈকতের তীরে ভেসে এসেছে। মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহম্মেদ জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পটুয়াখালী মর্গে প্রেরন করা হয়েছে। তবে লাশের পরিচয় সনাক্ত করতে পারেনি পুলিশ।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest