হরিহরনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

প্রকাশিত: ১০:০১ অপরাহ্ণ, জানুয়ারি ১৯, ২০২০

হরিহরনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

উত্তম চক্রবর্তী, মনিরামপুর (যশোর)প্রতিনিধিঃ যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ এলাকার ৫১নং হরিহরনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগীতা ও ছাত্র/ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়েছে। রোববার (১৯ জানুয়ারি) সকালে বিদ্যালয়ের হলরুমে বিদ্যালয়ের সভাপতি, বিশিষ্ঠ সমাজসেবক, ব্যবসায়ী ও আওয়ামীলীগ নেতা মোঃ নূরুজ্জামানের সভাপতিত্বে ও বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ সিরাজুল ইসলামের সার্বিক পরিচালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক তপন রায়, ওয়ার্ড আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শৈলেন কুমার রায়, আওয়ামীলীগ নেতা বিল্লাল হোসেন, রহমতুল্যাহ, মোজাম মোড়ল, আব্দুল খালেক, সাহেব আলীসহ বিদ্যালয়ের এসএমসি’র সকল সদস্য, শিক্ষক, ছাত্র/ছাত্রী ও অভিভাবকবৃন্দ প্রমুখ। প্রতিযোগিতার মধ্যে ছিল ৫০ মিটার দৌড়, চকলেট দৌড়, ক্রিকেট বল নিক্ষেপ, যেমন খুশি, তেমন সাজো, অংক দৌড়, ভারসাম্য দৌড়। প্রতিযোগিতা শেষে বিজয়ী প্রতিযোগিদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। এসময় বিদ্যালয়ের সভাপতি মোঃ নূরুজ্জামান বলেন, আমাদের নতুন প্রজন্মকে কেবল শিক্ষিত করে তুললেই হবে না, তারা যেন মাদক বা জঙ্গিবাদের মতো সর্বনাশা কর্মকান্ডে জড়িয়ে না পড়ে, সেদিকে অভিভাবকদের আরও সর্তক হতে হবে। কোনো পরিবারে যদি একটি সন্তান মাদকাসক্ত হয়, তাহলে সেই পরিবারে আর কোনো শান্তি থাকে না। সেই পরিবার সামাজিকভাবে নিগৃহীত হয়। তাই সন্তানদের সময় দিতে হবে, বিশেষ করে মায়েদের। আপনার সন্তান এখন কাদার দলা যেভাবে গড়বেন, সেভাবে গড়বে। তাদের চাল-চলন, আচার-আচরণের প্রতি সর্বদা সজাগ দৃষ্টি রাখতে হবে।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest