ঢাকা ৬ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২১ কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:২০ পূর্বাহ্ণ, নভেম্বর ২, ২০১৯
খাদেমুল মোরসালিন শাকীর,নীলফামারী প্রতিনিধি- নীলফামারীর ডিমলায় বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার-এমপি গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট-২০১৯ এর উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৩১-অক্টোবর) বিকাল ৩-টায় রামডাঙ্গা টাইগার ক্রীড়া সংঘ’র আয়োজনে উপজেলার সদর ইউনিয়নের রামডাঙ্গা ফরেষ্ট সংলগ্ন ঐতিহ্যবাহী বড়মাঠে এ গোল্ডকাপ টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়। জাতীয় পতাকা উত্তোলনের পরেই প্রধান অতিথি বেলুন উড়িয়ে প্রথম দিনের খেলা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন সরকার।
রামডাঙ্গা টাইগার ক্রীড়া সংঘ’র সভাপতি ও উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক বাবু শৈলেন চন্দ্র রায়ের সভাপতিত্বে ক্রীড়া বিষয়ক এক আলোচনা সভায় উপস্থিত ছিলেন ডিমলা থানা ওসি তদন্ত সোহেল রানা, বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন, জাতীয় শ্রমিক লীগের উপজেলা সভাপতি হাবিবুর রহমান খান লোহানী, সদর ইউপি সাবেক চেয়ারম্যান আলহাজ্ব রফিজুল ইসলাম, বাংলাদেশ দলিল লেখক সমিতির সভাপতি মতিউর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক আফাজ উদ্দিন আফি সরকার, উপজেলা ছাত্রলীগের আহবায়ক আবু সায়েম সরকার, মানিক ফ্যাশন এর সত্যাধিকারী আমিনুর রহমান প্রমুখ। রামডাঙ্গা টাইগার ক্রীড়া সংঘ’র সাধারণ সম্পাদক জুয়েল রানার সঞ্চালনায় অরো উপস্থিত ছিলেন সেকেন্দার আলী বাদশা, রাসেল ইসলাম, তহিদুল ইসলাম, বুলবুল আহম্মেদ।
উল্লেখ্য, উদ্বোধনী দিনে দেবীগঞ্জ ফুটবল একাদশ পঞ্চগড় বনাম, পার্বতীপুর ফুটবল একাডেমি দিনাজপুর এ-গ্রæপের দুটি দল অংশগ্রহণ করে তাদের মধ্যে দেবীগঞ্জ ২ গোল দিয়ে পার্বতীপুরকে পরাজিত করে। এ ফুটবল টুর্ণামেন্ট আগামী ১৫ তারিখ শেষ হবে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST