রাজশাহীতে বিএনপির উদ্যোগে জিয়াউর রহমানের জন্মবার্ষিকী পালন

প্রকাশিত: ১০:২২ অপরাহ্ণ, জানুয়ারি ১৯, ২০২০

রাজশাহীতে বিএনপির উদ্যোগে জিয়াউর  রহমানের জন্মবার্ষিকী পালন

ওমর ফারুক, রাজশাহী ব্যুরো : বিএনপি’র প্রতিষ্ঠাতা সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৪তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। রাজশাহী জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের আয়োজনে রোববার বেলা ১১টায় নগরীর গনকপাড়াস্থ জেলা বিএনপি’র কার্যালয়ে সভায় সভাপতিত্ব করেন, বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা বিএনপি’র আহবায়ক আবু সাঈদ চাঁদ। প্রধান অতিথি ছিলেন, বিএনপি কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত। বিশেষ অতিথি ছিলেন, জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য সচিব বিশ্বনাথ সরকার, সৈয়দ মহসিন, নজরুল ইসলাম, মকবুল হোসেন, আব্দুস সামাদ, সিরাজুল ইসলাম, রায়হানুল ইসলাম রায়হান, আমিনুল হক সিন্টু, কামরুজ্জামান হেনা, সদর উদ্দিন, আলী হোসেন ও শাহাদত হোসেন। সভা পরিচালনা করেন জেলা বিএনপি’র সদস্য গোলাম মোস্তফা মামুন। এছাড়া জেলা কুষক দলের আহবায়ক আল আমিন সরকার টিটু, সদস্য সচিব নাজমুল হক, যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম, আলাল উদ্দিন, জেলা মহিলা দলের দপ্তর সম্পাদক সৈয়দা রুম্মানা, জেলা ছাত্রদলের সভাপতি রেজাউল করিম টুটুল, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান সজল ও আরফিন কনকসহ অন্যান্য নেতাকর্মী।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest