ঢাকা ১২ ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ২৭ অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৫৫ অপরাহ্ণ, জানুয়ারি ১৯, ২০২০
ইসারুল হক,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির ২৮তম প্রতিষ্ঠাবাষিকী পালিত হয়েছে। রোববার বিকেলে জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এ উপলক্ষে সদস্য সংগ্রহ অভিযান এবং ‘বঙ্গবন্ধু, অসাম্প্রদায়িক বাংলাদেশ ও তরুণ সমাজ’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়। একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি, চাঁপাইনবাবগঞ্জের সভাপতি অ্যাডভোকেট আব্দুস সামাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিথি হিসেবে আলোচনায় অংশগ্রহণ করেন জেলা স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি ডা. গোলাম রাব্বানী। অন্যদের মধ্যে আলোচনায় অংশ নেন সংগঠনটির সাবেক সাধারণ সম্পাদক রফিক হাসান বাবলু, বতর্মান সহসভাপতি তৌহিদুল আলম টিয়া প্রমুখ। সভা সঞ্চলনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক মামুন অর রশিদ।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST