ঢাকা ৮ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৩৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৫, ২০২৪
ঝালকাঠির সদর হাসপাতালে অ্যাকটিভ সিটিজেন গ্রুপের (এসিজি) উদ্যোগে এক কমিউনিটি অ্যাকশন মিটিং অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) বেলা ১১টায় ঝালকাঠি সদর হাসপাতালের সভাকক্ষে কমিউনিটি অ্যাকশন মিটিং অনুষ্ঠিত হয়।
সচেতন নাগরিক কমিটি (সনাক) ঝালকাঠির স্বাস্থ্য বিষয়ক উপকমিটির যুগ্ম আহ্বায়ক মো. নজরুল ইসলাম তালুকদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, হাসপাতালের তত্বাবধায়ক ডা. শামীম আহমেদ, মেডিক্যাল কনসালটেন্ট ডা. মো. আবু আল হাসান।
কমিউনিটি অ্যাকশন মিটিংয়ে রোগী ও তাদের স্বজনদের বিভিন্ন সমস্যার কথা শুনে তাৎক্ষনিকভাবে সমস্যা সমাধানের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন হাসপাতালের তত্বাবধায়ক ডা. শামীম আহমেদ।
এসময় ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি’র এরিয়া কোঅর্ডিনেটর মিজানুর রহমানের পরিচালনায় অ্যাকটিভ সিটিজেন্স গ্রুপের সমন্বয়ক আরিফুর রহমান রায়হান, এসিজি সদস্য, ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস) সদস্য,সনাক ও টিআইবির সদস্যরা উপস্থিত ছিলেন।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST