ঢাকা ১৭ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৪৯ অপরাহ্ণ, জানুয়ারি ২০, ২০২০
ওমর ফারুক, রাজশাহী ব্যুরো : রাজশাহীর মোহনপুরে বিলের পানিতে কচুরিপানায় আটকে ডুবতে যাওয়া ব্যক্তিকে উদ্ধার করেছে থানা পুলিশ। সোমবার বেলা দেড়টার দিকে বিলের পানিতে কচুরিপানায় আটকে পড়ে ডুবতে থাকা এক ব্যক্তিকে বিলে নেমে উদ্ধার করে রাজশাহীর মোহনপুর থানা পুলিশ। উদ্ধারকৃত ব্যক্তি রাজশাহীর মোহনপুর উপজেলার মহিষকুন্ডি গ্রামের এমাজউদ্দীনের ছেলে মিলন (৪০)। রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সদর ও মুখপাত্র ইফতেখার আলম জানান, মিলন মোহনপুর থানাধীন
মোহনপুর নামক বিল দিয়ে জমিতে কাজ করার উদ্দেশ্যে যাওয়ার সময় হঠাৎ করে গভীর খাদের পানির মধ্যে পড়ে যায় এবং কচুরিপানায় আটকে পড়ে ডুবতে থাকে। এমন তথ্য পেয়ে মোহনপুর থানার অফিসার ইনচার্জ ওসি মোস্তাক হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। থানার অফিসার ইনচার্জ মো: মোস্তাক হোসেন, এসআই মিজান, কনস্টেবল ইসমাইল, কনস্টেবল সজীব তাৎক্ষণিক বিলে নেমে সাধারণ জনগনের সহযোগিতায় মিলনকে উদ্ধার করে। এরপর তাকে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বর্তমানে মিলন চিকিৎসাধীন রয়েছেন।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST