ঢাকা ১১ ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ২৬ অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
শফিউর রহমান কামাল বরিশাল ব্যুরো ঃবরিশাল নগরীর পলাশপুর এলাকায় অভিযান চালিয়ে এক কেজি গাঁজাসহ মোহাম্মদ রাজু (২৭) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
রোববার (১৯ জানুয়ারি) দিনগত রাতে বিএমপি অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার উত্তর মোহাম্মদ আবুল কালাম আজাদের নেতৃত্বে বরিশাল কাউনিয়া থানা পুলিশ ওই অভিযান পরিচালনা করে। অভিযানে আটক মোহাম্মদ রাজু (২৭) পলাশপুরের মোহাম্মদপুর এলাকার বাসিন্দা।
সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সাইফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে পলাশপুর এলাকায় অভিযান চালিয়ে এক কেজি গাঁজাসহ মোহাম্মদ রাজুকে আটক করা হয়।
এ ঘটনায় থানায় মাদক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST