ঢাকা ৭ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২২ কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৪১ অপরাহ্ণ, জানুয়ারি ২০, ২০২০
ওমর ফারুক, রাজশাহী ব্যুরো :
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউট অব এনার্জী এন্ড এনভায়রোমেন্টাল স্টাডিজ (আইইইএস) এর উদ্যোগে রুয়েট কেন্দ্রীয় অডিটোরিয়ামে আন্তর্জাতিক সিমপোজিয়াম অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টায় শুরু হয়ে দিনব্যাপী এ সিমপোজিয়াম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, প্রফেসর কাসেম এম. মুত্তাকী, অষ্ট্রেলিয়ান পাওয়ার কোয়ালিটি এন্ড রিলায়েবিলিটি সেন্টার ওলংগন বিশ্ববিদ্যালয়, অষ্ট্রেলিয়া। প্রধান পৃষ্ঠপোষক ছিলেন, প্রফেসর ইকবাল মতিন, ভাইস-চ্যান্সেলর (দায়িত্বপ্রাপ্ত), রুয়েট,বিশেষ অতিথি ছিলেন, প্রফেসর ড. মোঃ মোশাররফ হোসেন, ডীন যন্ত্রকৌশল অনুষদ,রুয়েট; মোহাম্মদ আলাউদ্দিন, অতিরিক্ত সচিব,বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রনালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার; অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, প্রফেসর ড. মোহাম্মদ রফিকুল ইসলাম, পরিচালক,আইইইএস,রুয়েট। আরোও উপস্থিত ছিলেন প্রফেসর ড. মোঃ সেলিম হোসেন, রেজিষ্ট্রার (ভারপ্রাপ্ত), রুয়েট; প্রফেসর ড্যানী সুতান্ত, অষ্ট্রেলিয়ান পাওয়ার কোয়ালিটি এন্ড রিলায়েবিলিটি সেন্টার ওলংগন বিশ্ববিদ্যালয়, অষ্ট্রেলিয়া, ড. মোঃ রবিউল ইসলাম,অষ্ট্রেলিয়ান পাওয়ার কোয়ালিটি এন্ড রিলায়েবিলিটি সেন্টার ওলংগন বিশ্ববিদ্যালয় অষ্ট্রেলিয়া।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST