পঞ্চগড়ে বিএসএফ এর গুলিতে বাংলাদেশি যুবক নিহত

প্রকাশিত: ৪:১৫ অপরাহ্ণ, জানুয়ারি ২১, ২০২০

পঞ্চগড়ে বিএসএফ এর গুলিতে বাংলাদেশি যুবক নিহত

মামুনুর রশীদ, পঞ্চগড়ঃ পঞ্চগড় সদর উপজেলার মোমিনপাড়া সীমান্তে ভারতীয় সীমান্ত বাহিনীর (বিএসএফ) গুলিতে হাসান আলী (২৫) নামে এক বাংলাদেশি এক যুবক নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

মঙ্গলবার (২১ জানুয়ারি) ভোরে মোমিনপাড়া সীমান্তের ৭৫২ মেইন পিলার এলাকায় গুলিবিদ্ধ অবস্থায় ওই ব্যক্তির মরদেহ ফেলে রেখে চলে যায় বিএসএফ।

নিহত হাসান আলী পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের খালপাড়া এলাকার তবিবর রহমানের ছেলে।

স্থানীয় সুত্রে জানাযায়, মঙ্গলবার ভোরে গুলিবিদ্ধ অবস্থায় মোমিনপাড়া সীমান্তে হাসান আলীর মরদেহ ফেলে রেখে চলে যায় বিএসএফের সদস্যরা। সকালে স্থানীয়রা মরদেহ দেখতে পেয়ে বিজিবিকে খবর দেয়।

এ বিষয়ে নীলফামারী ব্যাটালিয়নের অধিনায়ক মামুনুল হক বলেন, ‘ঘটনাস্থলে এসেছি। হাসান আলী বিএসএফের গুলিতে নিহত হয়েছে কিনা তা তদন্ত করা হচ্ছে।।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest