ঢাকা ৫ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:০৬ অপরাহ্ণ, জুন ৩০, ২০২৪
জলঢাকা উপজেলা প্রতিনিধিঃ
জলঢাকা পৌরসভার ২০২৪-২৫ অর্থবছরে ৪১ কোটি টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে।রবিবার (৩০ জুন) সকালে পৌরসভার অস্থায়ী হলরুমে এ বাজেট ঘোষণা করেন পৌর মেয়র নাসিব সাদিক হোসেন নোভা।
জলঢাকা পৌরসভার এ বাজেটে মোট আয় দেখানো হয়েছে ৩৫,১৫,০০০০০ টাকা। ব্যয় দেখানো হয় ৫,৯৯,৬৭,৬৯৬ টাকা। আর উদ্বৃত্ত রাখা হয়েছে ১৬,৮২,৬৯৬ টাকা।
বাজেট নিয়ে মেয়র নাসিব সাদিক হোসেন নোভা বলেন, বাজেটে নিয়মিত উন্নয়নমূলক কাজের পাশাপাশি তথ্যের অবাধ প্রবাহ, দুর্নীতি প্রতিরোধ, প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও দারিদ্র্য বিমোচন, তৃতীয় লিঙ্গের মানুষদের জীবনমান উন্নয়ন, সহিংসতার শিকার নারীদের চিকিৎসা ও আর্থিক সহযোগিতা, বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি, ড্রেনেজ ব্যবস্থাপনার উন্নয়ন, বর্জ্য ব্যবস্থাপনা, মাদকবিরোধী সচেতনতা, খাদ্যে ভেজাল প্রতিরোধে অভিযানে বিশেষ বরাদ্দ রাখা হয়েছে।
বাজেট ঘোষণার সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জলঢাকা উপজেলা পরিষদ চেয়ারম্যান আনছার আলী মিন্টুসহ স্থানীয় আওয়ামীলীগের নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, স্থানীয় জন-প্রতিনিধি,কাউন্সিলর ,সাংবাদিক এবং উপজেলা ও পৌরসভার কর্মকর্তা, কর্মচারী ও গন্যমান্য ব্যাক্তিবর্গ।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST