কয়েক ঘন্টার ব্যবধানে পঞ্চগড়ে তাপমাত্রা ৭.২ ডিগ্রিতে

প্রকাশিত: ৪:৩৪ অপরাহ্ণ, জানুয়ারি ২১, ২০২০

কয়েক ঘন্টার ব্যবধানে পঞ্চগড়ে তাপমাত্রা ৭.২ ডিগ্রিতে
মামুনুর রশীদ, পঞ্চগড় প্রতিনিধি ।। উত্তরের জনপদ পঞ্চগড়ে তৃতীয় দফায় আবারো জেঁকে বসেছে মাঘ মাসের শীত। গত তিনদিন থেকে পুরো দমে চলছে শীতের প্রকোপ। দিন-রাত সমান ভাবে কুয়াশার চাদরে ঢাকা থাকে গোটা জেলা, সেই সাথে বয়ে আসছে উত্তর থেকে হিমেল বাতাস। গত তিনদিন থেকে পঞ্চগড়ে সুর্য়ের দেখা মিলেনি। শীতের প্রকোপে প্রায় অতিষ্ঠ এ জেলার শীতার্ত মানুষগুলো। এই শীতে সব চেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে জেলার ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষেরা। উত্তরের এই জনপদে গত রোববার (১৯ জানুয়ারি) সন্ধার পর থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির পর পুরো দমে আবারো শুরু হয়েছে শীতের প্রকোপ। এবং উত্তর থেকে বয়ে আসা পাহাড়ি হিমেল হাওয়া ও কনকনে ঠান্ডায় কাহিল হয়ে পড়েছেন জেলার মানুষ। এদিকে সরেজমিনে ঘুরে দেখা গেছে, গেল ৩’দিন ধরে সূর্যের আলোর দেখা না যাওয়ায় চরম ভোগান্তিতে সাধারন মানুষ। তাছাড়া মৃদু শৈত্য ও ঘন কুয়াশার সঙ্গে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত হওয়ায় এ জেলায় শীতের তীব্রতা বৃদ্ধি পাচ্ছে। কনকনে শীতের দাপটে সোমবার থেকে মঙ্গলবার (২০-২১ জানুয়ারি) সকাল পর্যন্ত শীতজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে সকাল পর্যন্ত ১০ জন পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি হয়েছে। তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মবর্তা রহিদুল ইসলাম জানান মঙ্গলবার (২১ জানুয়ারি) সকাল ৯টায় তেঁতুলিয়ায় আবারো দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest