দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতির ২ কর্মকর্তা – কর্মচারীদের কর্মবিরতি

প্রকাশিত: ২:৩৮ অপরাহ্ণ, জুলাই ১, ২০২৪

মো. লুুৎফর রহমান.হিলি.(দিনাজপুর).
“বৈষম্য নিপাত যাক-পল্লী বিদ্যুৎ সমিতি মুক্তি পাক” এ ¯স্লোগানকে সামনে রেখে বৈষম্য দূরীকরণসহ অভিন্ন চাকুরী-বিধি বাস্তবায়নের দাবীতে ফুলবাড়ি- জয়নগর মান-বন্ধন কর্মসূচী ও কর্মবিরতি পালন করেছে পল্লী বিদ্যুৎ সমিতির- ২ কর্মকর্তা-কর্মচারীরা।

সোমবার (১ জুলাই) সকালে দিনাজপুর জেলা ফুলবাড়ি- বিরামপুর জয়নগর পল্লী বিদ্যুৎ সমিতি ২-এর কার্যালয়ের সামনে মানব-বন্ধন ও কর্মবিরতি পালন করেন।

মানব-বন্ধন কর্মসূচিতে দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতির ২এর হিসাব রক্ষক রাজু অহম্মেদ সহ আরো অনেকে বলেন, দীর্ঘদিন যাবৎ পল্লী বিদ্যুৎ সমিতিতে বৈষম্য চলে আসছে।

কথায় কথায় চাকুরী থেকে ছাটাই করা হয়। কোন বোনাস দেওয়া হয় না। এমনকি কর্মঘন্টারও নিশ্চয়তা নেই।

নিন্মমানের বৈদ্যুতিক মালামাল ক্রয়ের মাধ্যমে বঙ্গুর বিতরণ ব্যবস্থা, অবকাঠামো নির্মাণ, প্রাতিষ্ঠানিক কাঠামোগত জটিলতা, পলিসি প্রণয়নে অদক্ষতা ও স্বেচ্ছাচারিতার কারণে গ্রাহকরা সুফল হতে বঞ্চিত হচ্ছে। যে কারণে বৈষম্য দূরীকরণসহ অভিন্ন চাকুরী-বিধি বাস্তবায়নের দাবীতে আন্দোলনে নেমেছেন। দাবী আদায় না হওয়া পর্যন্ত বিদ্যুৎ ব্যবস্থা সচল রেখে আন্দোলন চালিয়ে যাবেন।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest