সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

প্রকাশিত: ৫:২৩ অপরাহ্ণ, নভেম্বর ২, ২০১৯

সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

শামসুল কাদির মিছবাহ, সুনামগঞ্জঃ সুনামগঞ্জের দিরাই উপজেলার চরনারচর ইউনিয়নের দূর্গাপুর  এলাকায় সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার দুপুরে সিএনজি চালিত একটি অটোরিকসা ৪ জন যাত্রী নিয়ে শ্যামারচর বাজারে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা খায়। এতে পিযুষ রায়(৬০) নামের এক ব্যক্তি ঘটনাস্থলে নিহত হন।

নিহত পিযুষ জেলার জামালগঞ্জ উপজেলার  রহিমপুর গ্রামের মৃত গোষ্টবিহারী রায়ের ছেলে। এই ঘটনায় আহত তিন যাত্রীকে সিলেট ওসামনী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতল মর্গে পাঠিয়েছে।

এ ব্যাপারে দিরাই থানার এস. আই মোঃ আবু তাহের মোল্লা সড়ক র্দূঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হবে।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest