নলছিটিতে প্রথম দিনেই ৫ জেএসসি পরীক্ষার্থী বহিস্কার

প্রকাশিত: ৫:৩০ অপরাহ্ণ, নভেম্বর ২, ২০১৯

নলছিটিতে প্রথম দিনেই ৫ জেএসসি পরীক্ষার্থী বহিস্কার

নলছিটি প্রতিনিধিঃ ঝালকাঠির নলছিটিতে জেএসসি পরীক্ষার প্রথম দিনই অসদুপায় অবলম্বনের দায়ে ৫ পরীক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে। শনিবার অনুষ্ঠিত জেএসসি’র  বাংলা পরীক্ষায় মোল্লারহাট ডিগ্রী কলেজ কেন্দ্র থেকে ০৩ জন ও সুবিদপুর বিজি ইউনিয়ন একাডেমী কেন্দ্র  থেকে ২ জন পরীক্ষার্থীসহ মোট ৫জনকে বহিস্কার করে নির্বাহী ম্যাজিস্ট্রেট।

নলছিটি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাখাওয়াত হোসেন জানান, মোল্লারহাট ডিগ্রী কলেজ কেন্দ্রে ও বিজি ইউনিয়ন একাডেমী কেন্দ্রে বাংলা পরীক্ষায় কয়েকজন ছাত্র পরীক্ষার হলে অসাদুপায় অবলম্বন করে পরীক্ষা দিচ্ছিল।এসময় তাদের অসাদুপায় অবলম্বনের দায়ে বহিস্কার করা হয় ।

উল্লেখ্য, এবার নলছিটি উপজেলায় ০৯টি কেন্দ্রে ৩২২৫ জন পরীক্ষার্থী জেএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে।


alokito tv

Pin It on Pinterest