বিএম কলেজ ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ

প্রকাশিত: ৩:৫৮ অপরাহ্ণ, জানুয়ারি ২২, ২০২০

বিএম কলেজ ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ

শফিউর রহমান কামাল বরিশাল ব্যুরো ঃক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ সম্পূর্ন নিষিদ্ধ বলে জানিয়েছেন বিএম কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক আলামিন সরোয়ার বলেছেন। তাছাড়া বহিরাগতরা যাতে ক্যাম্পাসে প্রবেশ করতে না পারে সেজন্য নোটিশ টানানো হবে। যারা বহিরাগতদের প্রবেশে সহযোগিতা করবে সেসব শিক্ষার্থীদের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করা হবে। মঙ্গলবার মুঠোফোনে আলাপকালে এসব কথা জানান এই শিক্ষক নেতা। তিনি বলেন, রাতের বেলা বহিরাগতদের কলেজ ক্যাম্পাসে কাজটা কি জানিনা। এখন এই সিদ্ধান্ত পুরোপুরিভাবে কার্যকর করা হবে। আরো শক্তিশালী করা হবে আমাদের ভিজিলেন্স টিম। আলামিন সরোয়ার বলেন, ১৫ তারিখ রাতে ঘটনার পরপরই পুলিশকে জানানো হয় কিন্তু তারা ঘটনাস্থলে এসেও কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। মঙ্গলবার যে কর্মসূচি পালন করা হয়েছে তাতে ছাত্রলীগের গ্রুপটি আমাদের অনুমতি নিয়েছে কিন্তু ছাত্রফ্রন্টের কেউ অনুমতি নেয়নি। সেখানে পাল্টাপাল্টি কর্মসূচি করার প্রস্তুতিও চলছিলো বলে শুনেছি। ছাত্রফন্টের নেতাকর্মীরা আমাদের কাছে সোমবার এসে বিষয়টি বলেছে কিন্তু লিখিত ভাবে কিছু জানায়নি। উল্লেখ্য, গত ১৫ জানুয়ারি রাত আনুমানিক সাড়ে ৮ টার দিকে বাম সংগঠনপন্থী সুজয় বিশ্বাসকে ২৫ থেকে ৩০ জনের একদল সন্ত্রাসী কলেজ প্রাঙ্গণে হামলা ও মারধর করে গুরুতর আহত করে। পরবর্তীতে সুজয় বিশ্বাসকে উদ্ধার করে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এঘটনার প্রতিবাদে মঙ্গলবার বিভিন্ন বাম সংগঠনের ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ বিএম কলেজ প্রাঙ্গণে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গেলে ছাত্রলীগ ও কলেজ শিক্ষক নেতৃবৃন্দের বাধার মুখে তাদের কর্মসূচি পন্ড হয়ে যায়।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest